
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র হিসেবে ৮০টি কম্বল বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে কম্বল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম। শীত মৌসুমে অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের কষ্ট লাঘবের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের পরিবার সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।


