
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে মেহেরপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী শান্তা খাতুন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
শান্তা খাতুন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের বাবুলর মেয়ে।
এর আগে সে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাশ করেছিল শান্তা খাতুন।
জানা গেছে গত ২৭ জানুয়ারি শান্তার সাথে মেহেরপুর শহরের কলেজ পাড়ার কাজী কবিরুল ইসলামের ছেলে কাজী রবিউল ইসলামের বিবাহ হয়। বিয়ের পর শান্তা তার স্বামীর ঘরে না গেলেও আনুষ্ঠানিকভাবে স্বামীর ঘরে যাবার জন্য প্রস্তুতি চলছিল। আর বিয়ের মাত্র ১১ দিনের মাথায় আত্মহত্যা ঘটনা ঘটায়।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাতে নিজ ঘরে গলায় দড়ি দেওয়ার কিছুক্ষণ পূর্বেও তার শাশুড়ির সাথে মোবাইল ফোনে কথা বলে। এরপর পরই শান্তা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা সঠিক কারণ কেউই বলতে পারছেন না।