মেহেরপুরে বয়স ভিত্তিক ক্রিকেটার বাছাই অনুষ্ঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি’র) বয়স ভিত্তিক মেহেরপুর জেলা দল গঠনের লক্ষ্যে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  সকাল থেকে  মেহেরপুর জেলা  স্টেডিয়ামে এ বাছাই অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেশব্যাপী বয়স ভিত্তিক জেলা দল গঠন করা হয়। মেহেরপুরে অনুর্ধ্ব-১৪, অনুর্ধ্ব-১৬ এবং অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল বাছাই করা হয়।

বাছাই অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা বিভাগীয় কোচ মনোয়ার আলী মনু, বিসিবি’র সিনিয়র এক্সিকিউটিভ জাভেদ ইসলাম তাপস, বিসিবি’র মেডিকেল অফিসার দেলোয়ার হোসেন, মেহেরপুর জেলা কোচ হাসানুজ্জামান হিলন। পরবর্তীতে খেলোয়াড়দের মেডিকেলের মাধ্যমে চুড়ান্ত বাছাই করে জেলা দল ঘোষণা করা হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিবছর বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকে। এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ক্রিকেট দল গ্রুপ পর্বে অন্য জেলা দলের মুখোমুখি হবে। বয়সভিত্তিক জেলা দলের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হয়।