মেহেরপুরে ভৈরবের পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মেহেরপুরে ভৈরব নদের জমি অবৈধভাবে দখল করা সকল স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সদর উপজেলার কামদেবপুর, গোভিপুর ও যাদবপুর ইউনিটে টিনের ও ইটের তৈরি ১২টি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।

সেই সাথে পরবর্তিতে যাতে ভৈরব দখল করে কেউ অবৈধ স্থাপনা তৈরি না করে সে জন্য সর্তক করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম।

এ বিষয়ে মাসুদুল আলম বলেন, মেহেরপুরের একমাত্র নদ ভৈরবের স্বাভাবিক সৌন্দর্যকে রক্ষা করা ও দখল বাজদের হাত থেকে নদকে বাচাঁনোর জন্য আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি। মেহেরপুর সদর উপজেলায় মোট ৪৮টি অবৈধ স্থাপনার তালিকা করা হয়েছিল। এর মধ্যে ৩৬টি স্থাপনা আগে থেকেই সরিয়ে নিয়েছে।

বাকি ১২ টি স্থাপনা আমরা উচ্ছেদ করেছি। ভবিষ্যতে ভৈরব দখল করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, আঞ্চলিক পানি উন্নয়ন কর্মকর্ত সুবির কুমার ভট্টাচার্য।

-নিজস্ব প্রতিনিধি