মেহেরপুরে ভ্রাম্যমাণ লাইব্রেরির বৃক্ষরোপণ

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি মেহেরপুর ইউনিটের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার বিকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল মেহেরপুর সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিতরণের উদ্বোধন করেন ।

এসময় তিনি বলেন, প্রাকৃতিক পরিবেশে বসবাস উপযোগী করে তুলতে ও করোনা ভাইরাস এর ভয়াবহতা রোধে, সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন ধরনের প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে সরকার। তাই আমরা সচেতন হয়।মেহেরপুর জেলাকে সুন্দর গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগাতে হবে। আজ তারই পরিপেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলায় বৃক্ষরোপণ ও বিতরণ করে যাচ্ছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন।