মীরা বাঈ, পাগলা হাওয়ার তোড়ে’র মতো সাড়া জাগানো গান গেয়ে মেহেরপুরের শ্রোতা-দর্শকদের মাতাবেন ব্যান্ডশিল্পী জেমস।
আগামী ১০ অক্টোবর মেহেরপুর শহরের স্টেডিয়াম মাঠে সূর্য ক্লাব আয়োজন করছে এক বিশেষ কনসার্টের।
নগর বাউল খ্যাত এ গায়ক সেখানে একের পর এক গাইবেন তাঁর জনপ্রিয় গান কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না, দিওয়ানা দিওয়ানা তোমার প্রেমের দিওয়ানা, গুরু ঘর বানাইলা কি দিয়া, দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ, আসবার কালে আসলাম একা, দুষ্ট ছেলের দল, বিজলী চলে যেওনা, মীরা বাঈ, পাগলা হাওয়ার তোড়ে, না জানি কোহি’সহ আরো অনেক হিট গান।
অনুষ্ঠানে শুধু জেমসই নন, মেহেরপুরের স্থানীয় শিল্পীরাও পারফর্ম করবেন। বিকেল থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে গভীর রাত পর্যন্ত।
অনুষ্ঠানকে ঘিরে মেহেরপুরের তরুণদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী তপু বলেন, জেমসের গান লাইভে শুনতে পারব ভাবতেই শিহরণ জাগছে।
তানজিম বলেন, মঞ্চে জেমস মানেই অন্যরকম উন্মাদনা, এটা আমরা মিস করতে চাই না।
তরুণ রিয়াদ বলেন, অনুষ্ঠানের দিনটির অপেক্ষায় আছি। শহরে উৎসবের আমেজ বইছে।
সূর্য ক্লাব মেহেরপুর এর সাধারণ সম্পাদক মোঃ নাসিম রানা বাঁধন বলেন, আমরা সব ধরনের প্রস্তুতি শুরু করেছি। ইতোমধ্যে টিকিটও চলে এসেছে। নিরাপত্তার বিষয়টি সুষ্ঠু ও সুন্দরভাবে দেখভাল করার আশ্বাস দিয়েছেন এসপি মহোদয়।