মহান মে দিবস উপলক্ষে “শ্রমজীবী মানুষের ঐক্যে, আমরা এগিয়ে যাব লক্ষ্যে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি। বৃহস্পতিবার (১ মে) বিকেলে মেহেরপুর জেলা বিএনপি’র আয়োজনে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে সড়ক বিভাগ অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মিছিল জুড়ে দলের নেতাকর্মীরা মে দিবসের তাৎপর্য এবং অধিকার প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেন।
মাসুদ অরুন বলেন, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ নারী পুরুষ ঐক্যবদ্ধ ভাবে এই রাষ্ট্রকে সোনার রাষ্ট্রে পরিণত করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১দফা বাস্তবায়নের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের কল্যাণকর আধুনিক রাষ্ট্র আমরা তৈরি করতে চাই।
মিছিলে আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা, জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজি সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।