মেহেরপুরে মাদক মামলায় দুই জনের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে একটি মাদক মামলায় মামুন মল্লিক ও রবিউল ইসলাম নামের দুই ব্যক্তির সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রবিবার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ মো: শহিদুল্লাহ এ রায় ঘোষনা করেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।

দণ্ডিত মামুন মল্লিক সদর উপজেলার বামনপাড়ার মতি মল্লিকের ছেলে এবং রবিউল একই উপজেলার টেংরামারী গ্রমের ইজাল ভিস্তির ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর বিকালে সদর উপজেলার সাহেবপুর সড়কে সবজিভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮টি নিল রংয়ের বস্তা থেকে ৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই সময় পুলিশ মামুন মল্লিককে আটক করতে পারলেও রবিউল পালিয়ে যায়।

ওই দিন ডিবির এসআই মোস্তফা শওকত জামান বাদী হয়ে মেহেরপুর সদর থানায় দুই জনকে আসামি করে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা মামুন মল্লিক ও রবিউলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার নথি পর্যবেক্ষণ ও শুনানী শেষে বিজ্ঞ বিচারক আসামী দুজনের বিরুদ্ধে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশের আদেশ দেন।