মেহেরপুরে মানবপাচারের অপরাধে যাবজ্জীবন কারাদন্ড, ১৪ লাখ টাকা জরিমানা

মেহেরপুরে মানবপাচারের অপরাধে যাবজ্জীবন কারাদন্ড, ১৪ লাখ টাকা জরিমানা

মেহেরপুরে মানবপাচারের অপরাধে মাসুদ রানা নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

 বৃহস্পতিবার দুপুরে মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক তোহিদুল ইসলাম এ আদেশ দেন। মেহেরপুরে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের পর এটাই প্রথম রায়।

একই সঙ্গে দণ্ডিত ব্যক্তি ১৪ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা যশোর জেলার অভয়নগর থানার ধোপাদী নতুন বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আলী আকবর মীর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মাসুদ রানাসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করে মাসুদ রানাসহ চারজন যোগসাজশে তার ছেলে সাইদুর রহমানকে লিবিয়া পাচার করে। মামলাটি আমলে নিয়ে আাদালত মুজিবনগর থানাকে এজাহার ভুক্ত করতে আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বাকি তিনজনকে অভিযোগপত্র থেকে অব্যহতি দেওয়া হয়। মামলা পর থেকে আসামী মাসুদ রানা পলাতক রয়েছেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য বিশ্লেষণ করে আদালত মাসুদ রানাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডাদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান আইনজীবীর দায়িত্ব পালন করেন।