মেহেরপুরে মাস্ক ফেরিওয়ালা

মানব উন্নয়ন কেন্দ্র মউক এর আয়োজনে মেহেরপুর জেলা শহরের প্রধান সড়কের চলাচলরত মাস্ক বিহীন জনতাকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যপক প্রচারণার জন্য এক নতুন কৌশলে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার সকালে মাস্ক ফেরিওয়ালা নামের ৪জন সেবকের সারা শরীর রং বে রংয়ের মাস্ক সাজিয়ে শহরময় ফ্রি মাস্ক বিতরণ করা হয়।
এসময় মাস্কবিহীন মানুষ মাস্ক নিজে গ্রহণ করে এবং অন্যকেও মাস্ক গ্রহণের উৎসাহ প্রদান করে।
এ ধরণের উদ্যোগে এর শুরুতে বক্তব্য রাখেন মউক নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম।

তিনি বলেন, মাস্কই একমাত্র হাতিয়ার করোনা প্রতিরোধে। তাই মাস্ক বিক্রয় যাতে সার্বজনীন হয়, মাস্ক বিক্রয় করে মানুষ যদি জীবন জীবিকা উপার্জন করতে পারে এবং সাধারণ জনতা অতি সহজে বাড়ির দোর গোড়ায় মাস্ক ক্রয় করে ব্যবহার করতে পারে, সেই জন্য মউকের এই ব্যতিক্রম ক্যাম্পেইন কর্মসুচী।
ফোনালাপে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন জানান, এই ধরণের উদ্যোগ তৃণমূলের মানুষকে ব্যপকভাবে সচেতন করবে এবং মানুষ মাস্ক ব্যবহারে উৎসাহ পাবে।