মেহেরপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের মানববন্ধন

সরকারী চাকুরির ক্ষেত্রে ৩০% মুক্তিযোদ্ধা পরিবারের কোটা, আবেদনের সময়সীমা ৩৫ বছর, সম্মানী ভাতা ৫০ হাজার টাকা বৃদ্ধি সহ ৭ দফা দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচী পালন করা হয়।

জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল কমিটির সভাপতি আব্দুস সালামের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন সাধারণ সম্পাদক কবিরুল ইসলামসহ জেলার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও মুক্তিযোদ্ধারা।

এ সময় বক্তারা বলেন দেশ স্বাধীনে যাদের গুরত্বপূর্ণ ভূমিকা ছিলো তারা আজ বড়ই অবহেলিত।অনেকের নামে মামলা হামলা হচ্ছে। অথচ তাদের বিচার হচ্ছেনা।

তারা আরও বলেন, মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের মধ্য থেকে জৈষ্ঠতার ভিত্তিতে অন্তঃত একজনকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। জাতীয় সংসদে কমপক্ষে তাদের ৫০ টি সংরক্ষিত আসন সৃষ্টি করতে হবে।

বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর তার স্ত্রী অথবা মুক্তিযোদ্ধাদের নাতি নাতনীর নামে ভাতা চালুরও দাবি জানান তারা।