মেহেরপুরে “মুজিববর্ষে শত ঘন্টা মুজিবচর্চা” শীর্ষক সাংস্কৃতিক পক্ষের উদ্বোধন

মেহেরপুরে “মুজিববর্ষে শত ঘন্টা মুজিবচর্চা” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীভিত্তিক সাংস্কৃতিক পক্ষ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধায় মুজিবনগর অডিটোরিয়ামে এই সাংস্কৃতিক পক্ষ’র উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান এর সভাপতিত্বে সাংস্কৃতিক পক্ষের উদ্বোধক হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

ভার্চুয়ালী আরও উপস্থিত ছিলেন মজিবচর্চার মুখ্য উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফিন, খুলনা বিভাগীয় কমিশনার (এনডিসি) ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী।

সাংস্কৃতিক পক্ষের আয়োজনে আগামী ১৫ দিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীভিত্তিক বিভিন্ন নাটক ও প্রামান্য চিত্র মেহেরপুরে প্রদর্শন করা হবে। এছাড়াও আজ মঙ্গলবার মুজিবনগর অডিটোরিয়ামে নাট্যকার মোস্তফা লিপি’র লেখা নাটক “বাঘ” মঞ্চস্থ করা হবে।