
মেহেরপুর সদর উপজেলার মদনা বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ নামের এক যুবক নিহত ও আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুরের কাঁঠালপোতা গ্রামের মোঃ আকাশ (২৬) ও মোঃ মোস্তাকিন (১৮) একটি মোটরসাইকেলে মদনা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গাড়াডোব কাচারী বাজারের মোঃ নাসির উদ্দিনের (৪০) চালানো মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকাশ ও মোস্তাকিন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পরে আকাশকে রাজশাহী নেওয়ার পথে গাংনী এলাকায় মৃত্যুবরণ করেন। আহত অপরজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।