মেহেরপুরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু

কলেজে ভর্তির আবেদন করতে এসে মেহেরপুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল হালিম (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ৯ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল হালিম মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের জাব্বারুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়,আব্দুল হালিম মটরসাইকেল যোগে মেহেরপুর শহরে আসার সময় শহরের খন্দকার পাড়ায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের গতি বেশি থাকার কারনে অটোর মুখোমুখি সংঘর্ষের পর ছিটকে পড়ে পার্শবর্তী একটি বৈদ্যতি পোলের সাথে মাথায় আঘাত লাগে হালিমের। দ্রত তাকে আহববস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান।