জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদদের স্মরণে মেহেরপুরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), মেহেরপুর জেলা শাখা।
পুষ্পস্তবক অর্পণের পর মঙ্গলবার সকালে
খুনি হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে একটি আনন্দ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা।
জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আসিক রাব্বির নেতৃত্বে মিছিলটি জুলাই স্মৃতিস্তম্ভ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় নাগরিক পার্টির মেহেরপুর জেলা কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো: মুজাহিদুল ইসলাম, জেলা সমন্বয় কমিটির সদস্য মো: হাসানাত জামান সৈকত, মো: তামিম ইসলাম, মো: মাহবুব-ই-তৌহীদ রবিন, সাদ্দাম হোসেন জীবন, সদর উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হাসমত আলী, সদস্য সাজেদুর রহমান, তাহসিন রাব্বি, মোবারক হোসাইন, আরাফাত হোসেন, সাহেব মাহমুদ, গাংনী উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো: আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম সমন্বয়কারী সবুজ রানা প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাধারণ ছাত্র-জনতা ও নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।