মেহেরপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ‘শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা’ শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুন নাহার, মেহেরপুর সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) জাহাঙ্গীর সেলিম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে মূলত বড়রাই, কিন্তু তারা থাকে অদৃশ্যমান। যাদের দেখা যায় তারা তরুণ সমাজ। বিশেষ করে বেকার তরুণরা এসব কর্মকাণ্ডে সহজেই ব্যবহৃত হয়ে পড়ে।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, উদ্যোক্তা, এবং দপ্তরটির কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।