স্থানীয় মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র (মউক), কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ ও ইয়ুথ ফোরামের আয়োজনে সোমবার সকাল ১০টার দিকে বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে দুই হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নুরুন্নাহার, ইসলামনগর হোসাইনীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল কালাম, মউক-এর সিনিয়র ম্যানেজার সাদ আহমদ, প্রোগ্রাম ম্যানেজার কাজল রখো, ওয়াচ সদস্য রুহুল আমিন ও আবু তাহের।
অনুষ্ঠানে ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামনগর দাখিল মাদরাসা, ইসলামনগর নুরানি মাদরাসা ও খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার আশিক বিল্লাহ ও চাঁদতারা।