
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, মেহেরপুর প্রোগ্রামের নিজস্ব উদ্যোগে এবং ‘বাঁচাও’ এর আর্থিক সহযোগিতায় মেহেরপুর সদর উপজেলায় প্রতিবন্ধী, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে ২৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার অনুষ্ঠিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। তিনি বলেন, শীতের কনকনে ঠান্ডায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। এ ধরনের সামাজিক কর্মকাণ্ড সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, মেহেরপুর প্রোগ্রামের প্রশাসক মো. সফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন উপজেলা ম্যানেজার সোহেল আহমেদ। এ সময় ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, মেহেরপুর প্রোগ্রামের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মেহেরপুর সদর উপজেলার পাশাপাশি জেলার মুজিবনগর ও গাংনী উপজেলায় আরও ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীত মৌসুমজুড়ে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।