মেহেরপুরে শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মতবিনিময় সভা

মেহেরপুর সদর উপজেলার শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে এ সভা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি মন্ত্রণালয়ের নির্দেশনা গুলো সভায় আলোচনা করা হয়।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন। এসময় তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে করোনার প্রাদুর্ভাবে বিদ্যালয় গুলো বন্ধ আছে। কবে নাগাদ খুলবে এটাও নিশ্চিত না। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের মধ্যে রাখতে হবে। প্রতিনিয়ত তাদের খোঁজ খবর নিতে হবে। বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে। আগামীতে যারা এসএসসি পরীক্ষায় অংশ নিবে, তাদের জন্য অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে হবে। সেই সাথে ৬-৯ পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসে যে এ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে সেগুলো যথাযথভাবে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, সহকারী পরিদর্শক ওয়াসিম আকরাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম, বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মশিউর রহমান, শিক্ষানুরাগী সদস্য আবু হানিফ পল্টুসহ বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক।

মেপ্র/এমএফআর