মেহেরপুরে শ্রী শ্রী রটন্তী কালী পূজার উদ্ভোধন

শীতের আগমণে প্রকৃতি শান্ত সাজে সজ্জিত। এমনই এক স্নিগ্ধি পরিবেশে ৫ দিন ব্যাপী দ্বিতীয়বারের মত প্রতিমা স্থাপন, পূজা, প্রসাদ বিতরণ, ঢাক, ঢোল,প্রদিপ জালিয়েও নানান আয়োজনে আমঝুপি শ্মশানঘাট মন্দিরে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী রটন্তী কালী পূজা।

গতকাল বুধবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে শ্রী শ্রী রাধা মধাব মন্দির হতে শ্মশানঘাট পর্যন্ত শোভাযাত্রার মাধ্যমে শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্টানের উদ্বোধন করা হয়।

এ সময় অনিল গোঁসাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান,বাড়িবাঁকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী,আমঝুপি শ্মশানঘাট পূজা কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার সহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

আগামী ১৪ ফেব্রয়ারি প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হবে বলে জানা যায়।