মেহেরপুরে ষাটোর্ধ্ব মানুষের মিলন মেলা

মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে শুক্রবার দুই শতাধিক ষাটোর্ধ্ব বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে ষাটোর্ধ্ব মানুষ মুজিবনগর আম্রকাননে জমায়েত হয়।

মিলন মেলায় আরেফিন বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, তাহেরুল ইসলাম, শামীম হোসেন, বড় কালু, শংকর বিশ্বাস ও আতিয়ার রহমান ।

মিলন মেলার উদ্যোক্তা ফখরুল হোসেন জানান, মেহেরপুর জেলার দু‘শতাধিক ষাটোর্ধ্ব মানুষ এবারের মিলন মেলায় অংশগ্রহণ করেছে। বৃদ্ধদের সমস্যা চিহ্নিত করে তাদের জন্য বিনোদন পার্ক স্থাপন, আশ্রম তৈরি পরিকল্পনা নেয়া হয়েছে।

শারীরিক প্রতিবন্ধী জালাল উদ্দীন জানান, সমবয়সীদের সঙ্গে বছরে একদিন মিলিত হতে পেরে ভালো লাগছে। তিনি আরও জানান, মেলার আর্থিক ব্যয়ভার মেটাতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে সমবয়সী সামর্থবান বন্ধুরা।

১৯৮৮ সালে ১৯৭৭ ও ১৯৭৮ সালের এসএসসি বন্ধুরা মিলে প্রথম বন্ধ’ পুনর্মিলনের আযোজন করা হয়। সেই থেকে শ্রমিক, সরকারি কর্মকর্তা কর্মচারি, পেশাজীবী ব্যবসায়ী, সাংবাদিক, জন প্রতিনিধি বন্ধুরা প্রতিবছর ফেব্রয়ারি মাসের ২য় শুক্রবার মিলিত হয়ে আসছে ।

মেপ্র/ইএম