দুর্ঘটনা শুধু একজন ব্যক্তির জীবনকেই থামিয়ে দেয় না, থেমে যায় একটি পরিবারের হাসি, স্বপ্ন আর ভবিষ্যতের রঙিন পরিকল্পনা। এই করুণ বাস্তবতা বদলাতে হলে চাই সম্মিলিত সচেতনতা আর সেই বার্তাই পৌঁছে দিতে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ মেহেরপুর শাখার সদস্যরা।
আজ শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কলেজ মোড়ে একটু সচেতনতাই পারে আপনার সাজানো জীবনকে বাঁচাতে ও নিরাপদ রাখতে এই বার্তা নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালাই শুভসংঘ।
কলেজ শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘ মেহেরপুর জেলা শাখার সভাপতি এস এম রফিকুল আলম বকুলের সভাপতিত্বে ও বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ সংগঠক মো. নাফিউল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের মেহেরপুর প্রতিনিধি ইয়াদুল মোমিন।
অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা কেউই চাই না সড়কে কারও মৃত্যু হোক, কোনও প্রাণ অকালে ঝরে যাক। আমি মনে করি, যদি আমাদের গন্তব্যে পৌঁছাতে পাঁচ মিনিট দেরিও হয়, তবুও ট্রাফিক আইন মেনে ধীরে ও সচেতনভাবে চলাই আমাদের জন্য কল্যাণকর। এটি আমাদের নিজের, আমাদের পরিবারের এবং সমগ্র সমাজের জন্যই মঙ্গলজনক।
এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের জন্য আমি বসুন্ধরা শুভসংঘকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি, তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজগঠনের কাজ নিয়মিতভাবে চালিয়ে যাবে।
অনুষ্ঠানে এছাড়াও সাংগঠনিক সম্পাদক মো. অনিক হাসান, দপ্তর সম্পাদক মো. নিজাম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাসিম হাসান, ক্রীড়া সম্পাদক আলকামা সিদ্দিকী তারিফ, স্বাস্থ্য ও মানব সম্পদ সম্পাদক আবদুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।