মেহেরপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস

মেহেরপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস

মেহেরপুর বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তার ভিতরে দেশের যে কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে, এর মধ্যে মেহেরপুর অন্যতম। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় ৬ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুয়াশার প্রকোপ কিছুটা কমলেও উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরও অসহনীয় করে তুলছে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানিয়েছেন, আজ সকাল ৬টায় জেলার তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরে সকাল ৯টায় তাপমাত্রা আরও কমে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

এর আগে গতকাল আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী মেহেরপুর জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নেচে থাকার সম্ভাবনার কারনে, আজ মঙ্গলবার ও আগামীকাল ২৪ জানুয়ারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হেয়েছে। তবে ৫২তম শীতকালীন খেলাধূলা পূর্ব ঘোষিত সময়ানুযায়ী চলবে বলে জানায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।