মেহেরপুরে ‘সহকারী শিক্ষক’ নিয়োগ পরীক্ষায় অনুপস্থিত ১৩৬৫, বহিস্কার ৩

মেহেরপুরে ‘সহকারী শিক্ষক’ নিয়োগ পরীক্ষায় অনুপস্থিত ১৩৬৫, বহিস্কার ৩

২য় ধাপে খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার মেহেরপুরে ৪ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন এক হাজার ৩৬৫ জন। এবং ডিভাইস নিয়ে হলে প্রবেশ করার অপরাধে ৩ পরীক্ষার্থীকে বহিস্কার করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

জেলা শহরের ৮টি কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় এগারোটায়। নিয়োগ পরীক্ষা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাথতে জেলা ম্যাজিষ্ট্রেট কেন্দ্রের আশে পাশে ১৪৪ ধারা জারি করেছেন।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৮টি কেন্দ্রের ৪ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১৩৬৫ জন। ডিভাইস রাখার কারণে মেহেরপুর সরকারি কলেজ কেন্দ্র থেকে ২ জন এবং মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একজন বহিস্কার করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।