সমাজসেবা অধিদপ্তরাধীন ও মেহেরপুর জেলার বিভিন্ন কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে “সামাজিক নিরাপত্তা কার্যক্রমসমূহ সুষ্ঠভাবে বাস্তবায়নে অংশীজনদের করণীয়” শীর্ষক একদিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার মেহেরপুর শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
শহর সমাজসেবা অফিসার মোঃ সোহেল মাহমুদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আশাদুল ইসলাম।
এছাড়াও এসময় সমাজসেবা অফিসার (রেজিঃ) কাজী মোঃ আবুল মুনসুর এবং প্রবেশন অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান, মোঃ আরশাদ আলী, মোঃ মাহামুদুল হাসান, জেলা সমন্বয় পরিষদের সভাপতি রাহিনুজ্জামান পলেন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান কম্পিউটার প্রশিক্ষক এস.এম. রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব।