
মেহেরপুরে সার্ভেয়ার সমাজকল্যাণ সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শহরের ঘোষপাড়ায় সার্ভেয়ার সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি সার্ভেয়ার মোঃ আব্দুল মজিদ। সভার কার্যক্রম পরিচালনা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হানিফ মাহামুদ সাকিব।
সভায় বক্তব্য রাখেন সার্ভেয়ার মোঃ সোহরাব হোসেন, দীন মোহাম্মদ, আঃ বারী, তানভীর আল মামুন, মোঃ উবায়দুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা শেষে সভাপতি সংস্থার সার্বিক উন্নয়ন ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন।