
মেহেরপুরে সুবিধাবঞ্চিত বাচ্চাদের মাত্র ৫ টাকার বিনিময়ে পছন্দসই ঈদের পোশাক দেওয়া হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে মেহেরপুর কমিউনিটি সেন্টারে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ০৯ ব্যাচ ও মেহেরপুর ভাবনা নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই আয়োজন করা হয়।
৫ টাকায় ঈদ শপিং এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।
এসময় উপস্থিত ছিলেন, ০৯ ব্যাচের সভাপতি তানভির আল মামুন, সহ সভাপতি সেলিম পারভেজ, ক্রিড়া সম্পাদক আসিউজ্জামান কমল, মেহেরপুর ভাবনা সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, প্রধান সমন্বয়ক রাতুল আহমেদসহ দুই সংগঠনের প্রায় অর্ধশত সদস্য।
মেহেরপুরের প্রায় দেড়শ জন সুবিধাবঞ্চিত বাচ্চা ৫ টাকায় একটি টিকেট সংগ্রহ করে তাদের পছন্দ মত জামা, প্যান্ট ও স্যান্ডেল নিয়েছে।
৫ টাকায় পছন্দসই ঈদের পোশাক পাওয়া সামিয়া নামের এক শিশু জানাই, আমি ভেবেছিলাম গত ঈদের মত হয়তো এবার পুরাতন পোশাকে ঈদ করতে হবে। কিন্তু আজ ৫ টাকায় নতুন জামা, প্যান্ট ও স্যান্ডেল পেয়েছি।
একজন অভিভাবক বলেন, আমরা দিন আনি দিন খাই। বাচ্চাদের নতুন পোশাক কিনে দেওয়ার সামর্থ্য আমাদের নেই। ০৯ ব্যাচ ও মেহেরপুর ভাবনা আমাদের বাচ্চাদের নতুন পোশাক দিয়েছে। বাচ্চাদের মুখে হাসি ফুটিয়েছে। আমরা কৃতজ্ঞ।
পরে কমিউনিটি সেন্টারে মেহেদী উৎসব, কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


