মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায় সূচনা যুব কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩ টায় উপজেলার বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। শিশু-কিশোরদের হাতে চারাগাছ তুলে দিয়ে তাদেরকে প্রকৃতিকে ভালোবাসতে ও গাছের যত্ন নিতে উদ্বুদ্ধ করা হয়।
আয়োজকরা জানান, গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। একটি গাছ কেবল অক্সিজেনই দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশ্রয় ও জীবনধারণের নিশ্চয়তা তৈরি করে। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করা।
সংগঠনের প্রধান নাসরিন আক্তার বলেন, “প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব। তাই আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা সবাইকে সবুজ পৃথিবী গড়ার শপথ নিতে চাই।”
উল্লেখ্য, সূচনা যুব কল্যাণ সংস্থা নিয়মিতভাবে সামাজিক উন্নয়নমূলক কাজ, সচেতনতামূলক কর্মসূচি এবং মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।