মেহেরপুরে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা মূলক অভিযান

সাম্প্রতিক সময়ে মেহেরপুরে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার কারণে সচেতনতা মূলক অভিযান পরিচালনা করছে মেহেরপুর জেলা প্রশাসন।

আজ রবিবার সকাল থেকেই শুরু হয় অভিযান মেহেরপুর শহরের কলেজ মোড় ও পাবলিক লাইব্রেরী মোড়ে বসানো হয় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় চালকদের মাথায় হেলমেট না থাকার কারণে মোটরযান আইন ২০১৮ এর ৪৯ ধারা লঙ্ঘন করায় ৯২ ধারাই ৯ জনকে জরিমানার আওতায় নেওয়া হয়। তাদের কাছ থেকে ৬ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান এবং গোলাম রাব্বানীর নেতৃত্বে এ সকল অভিযান পরিচালিত হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান জানান, সাম্প্রতিক সময়ে মেহেরপুরে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে এ কারণে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে আমরা এই অভিযান চালাচ্ছি।

এছাড়াও গাড়ির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার কাজ এখনো অব্যাহত রয়েছে।