মেহেরপুরে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয়

করোনা ভাইরাসের কারণে সারাদেশের ন্যায় মেহেরপুর জেলাতে কর্মহীন মানুষের সংখ্যা বৃদ্ধি পাওযায় সরকার টাকা কেজি দরে চাল বিক্রি সিদ্ধান্ত গ্রহণ করেন। সে মতে মেহেরপুর পৌর এলাকার নয়টি পয়েন্টে ৯ জন ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেন।

সপ্তাহে তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার ছিল তৃতীয় দিন। ১০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ক্রয় করতে মেহেরপুর শহর সহ শহরের আশেপাশের গ্রামের মানুষ রাত দুইটা তিনটা থেকে লাইন দেওয়া শুরু করেন। সকাল হতে হতে লাইনের দীর্ঘতা বৃদ্ধি পায়। ১০ টাকা কেজি দরে চাল কিনতে এতটাই ভিড় জমেছে অনেকে বাধ্য হয়ে রাত দুইটা তিনটার সময় এসে লাইন দিয়ে দাঁড়ায়।

নিয়ম অনুযায়ী তিন ফুট দূরে দাঁড়িয়ে থাকার কথা থাকলেও মেহেরপুর শহরের কোথাও এ নিয়ম মানা হচ্ছে না। মহিলা ও পুরুষদের পৃথক দুটি লাইন থাকার কথা থাকলেও ছোট ছোট শিশুরা এ লাইনে এসে ভিড় জমাচ্ছে। অনেকেই অভিযোগ করেছেন চাউল বিক্রয় কেন্দ্রের আশেপাশে একই বাড়ির স্বামী স্ত্রী সহ তাদের সন্তানদের নিয়ে লাইনে দাঁড় করানো হচ্ছে।

অর্থাৎ একই বাড়ি থেকে ৪-৫ জন মিলে কেজি চাল গ্রহণ করা হচ্ছে। একটু দূর থেকে অর্থাৎ সকালে যারা চাল নিতে লাইন দিচ্ছেন তারা তারা চাল পাচ্ছেন না। এক্ষেত্রে লাইনের দূরত্ব বজায় রাখাসহ কাড প্রথা চালু অথবা একটি পরিবারে যাতে একবার চাল গ্রহণ করতে পারে সে দিকে নজর দেয়ার জন্য অনেকেই আহ্বান জানিয়েছেন।