মেহেরপুরে ১২ জন করোনা আক্রান্ত

মেহেরপুরে নতুন করে আরও ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ০৫ জন, গাংনীতে ০৫ জন, মুজিবনগরে ০২ জন।

বুধবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সূত্রে আরও জানা গেছে, নতুন প্রাপ্ত রিপোর্ট ১১৫ টি। তারমধ্যে ১২ জন করোনা পজিটিভ।

এনিয়ে বর্তমানে মেহেরপুর জেলায় করোনা পজেটিভ এর সংখ্যা ২৭১ জন। তার মধ্যে সদরে ৩২ জন, গাংনীতে ১৭১ জন এবং মুজিবনগরে ৬৮ জন।

এ পর্যন্ত মেহেরপুরে মারা গেছেন ১৭৩ জন । মৃতদের মধ্যে সদরে ৮০ জন, গাংনী ৫৪ জন ও মুজিবনগরে ৩৯ জন।

এসময় তিনি সকলকে সামাজিক দুরত্ব,নিয়মিত সাবান দিয়ে হাত ধোওয়া,মাস্ক ব্যবহার, জন-সমাগম এড়িয়ে চলা এবং হাচি কাশির শিষ্ঠাচার ও স্বাস্থ্যাবিধি মেনে চলার আহবান জানান।