মেহেরপুরে ২৬ জন করোনায় আক্রান্ত

মেহেরপুরে নতুন করে আরও ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১৭ জন, গাংনী ৭ জন এবং মুজিবনগরে ২ জন।

গতকাল রবিবার সন্ধ্যায় জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রে আরও জানা গেছে, নতুন প্রাপ্ত রিপোর্ট ৫৮ টি। তারমধ্যে ২৬ জন করোনা পজিটিভ। এনিয়ে বর্তমানে মেহেরপুর জেলায় করোনা পজেটিভ এর সংখ্যা ১৫২ জন। এর মধ্যে সদরে ৮৭ জন, গাংনীতে ৪৭ জন এবং মুজিবনগরে ১৮ জন।

আক্রান্তরা হলেন- মেহেরপুর হঠাৎ পাড়ার মুস্তাকিন (১৬), গোপালপুরের আসিব (২০), জজকোর্টের এইসএম কবির হোসেন (৪০), আমঝুপির ইনজামামুল হক (২৭), সদর হাসপাতালের সেলিম রেজা (৩৬), থানাপাড়ার রেশমা বেগম (৪৩), কাথুলি সড়কের আল মুহাইমিন (২৬), পৌর ঈদগাহ পাড়ার মজিরুল ইসলাম (৫৪), বাড়িবাঁকার রুমি (৩৫), কাঁসারী পাড়ার শাহিন খান (৩২), ভূমি অফিস পড়ার আব্দুস সালাম (৬২), স্টেডিয়াম পাড়ার ইমদাদুল হক (৪০), বোসপাড়ার অনিতা আক্তার (২৮), কাঁসারী পাড়ার নাজমা আলিম (৪৩), এনএসআই অফিস নিপেন্দ্র নাথ মাহতো (৩১), শুভরাজপুরের সাবিনা (২৩), গাংনী গাড়াডোবের সোহেল রানা (৩০), আহসান হাবিব (৫০), কল্যাণপুরের মনোয়ারা (৫০), ইউএইসসির কামরুন্নাহার (৪০), নাহিদা আক্তার (৪০), ডা, সাদিয়া সুলতানা (৩০), কাজিপুরের সেলিম রেজা (৩৭), মুজিবনগর দারিয়াপুরের ইশরাত তাজ রোদেলা (১৫)।