মেহেরপুরে ৩ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর ড. শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে ৩ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে মেহেরপুরে জেলা প্রশাসক মো: আতাউল গণি ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন এবং মেলার স্টল পরিদর্শন করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর পৌরসভার সহযোগিতায় মেহেরপুর ড. শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, প্রফেসর হাসানুজ্জামান মালেক, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল-আমিন, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক ও প্রকাশক বিক্রেতা সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো: মুজাহিদুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার এম এম আরাফাত হোসেন, সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম, মহিদুল হক, মিথিলা দাস, জেসমিন আক্তার, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়েজুল বারি, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, মেহেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শরিফুল ইসলাম প্রমুখ।

 

 

 

মেপ্র/আরজেএম