মেহেরপুরে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

মেহেরপুরে ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ পালিত হয়েছে।  শনিবার দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাফিজ আল আসাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, জেলা সমবায় কার্যালয়ের সভাপতি সৈয়দ জসীম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম।

জেলা সমবায় কার্যালয় সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার এর সঞ্চালনায় সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদবিল মৎস্যজীবি সমবায় সমিতি সদস্য খুদিরাম হালদার, হরিরামপুর বিলপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোঃ ফিরাদুল ইসলাম, মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেড সভাপতি মোঃ নুরুল ইসলাম।

পরে সমবায়ে বিশেষ অবদান রাখায় মেহেরপুর সদরের চাঁদবিল মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ, হরিরামপুর বিলপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ, তেরঘরিয়া ঈদগা পাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ, হাসনাবাদ মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ, দরবেশপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ, মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেড, উদ্যোগ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, মেহেরপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট লিমিটেডকে পুরস্কৃত করা হয়।