মেহেরপুরে ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

জেলা প্রশাসন ও সমবায় বিভাগ মেহেরপুর কর্তৃক আয়োজিত ৫১ তম জাতীয় সমবায় দিবস ২০২২ বঙ্গবন্ধু দর্শন সমবায়ে উন্নয়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার সকালে মেহেরপুর উপজেলা হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ড. মোঃ মুনসুর আলম খানের সভাপতিত্বে এবং জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক মোঃ রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ লিংকন বিশ্বাস, জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন।

এ সময় সমবায়ীদের মধ্য থেকে বক্তব্য রাখেন হাসনাবাদ মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য মোঃ শরিফুল ইসলাম, জ্যোতি মহিলা সমবায় সমিতির সম্পাদক উম্মেহানি চায়না খাতুন।

জেলা সমবায় কর্মকর্তা মেহেরপুর কর্তৃক বিশেষ সম্মানীয় পুরস্কার প্রদান ২০২২ (সমবায় সমিতি ক্যাটাগরি) পুরস্কার প্রদান করেন চাদবিল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি জনাব জয়দেব হালদার, হরিরামপুর বিলপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ ফিরাদুল ইসলাম, হাসনাবাদ মৎস্যজীবী সমবয় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ লুৎফর আলী, তেরঘরিয়া বিলপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, স্বর্ণপদক প্রাপ্ত সমবায়ী শ্রী খুদিরাম হালদারকে পুরস্কার প্রদান করা হয়।