মেহেরপুর আমঝুপিতে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে শেয়ারিং সভা

মেহেরপুর আমঝুপিতে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে শেয়ারিং সভা

সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে প্রান্তিক নারী জনসমবায় দলের সদস্য ও দলনেত্রীদের লিংকেজ শেয়ারিং সভা গতকাল সোমবার সকাল ১০টার দিকে মউক এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

এএলআরডি’র সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ সভার আয়োজন করে।

মউক এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শেয়ারিং সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ সাইদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের এনিমেটর মোঃ শাহিনুর হোসেন।

প্রান্তিক জনগোষ্ঠীর বসত বাড়ীতে ফলমূল ও শাক সবজী চাষে, হাঁস মুরগী ও গবাদীপশু পালন বিষয়ে বিস্তারিত আলোচনায় স্থান পায়। এলাকার ১২টি জনসমবায় দলের ৩২জন দলনেত্রী ও সদস্য উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী মোঃ সাদ আহাম্মদ।