মেহেরপুর ইয়ুথ অ্যাসেম্বলি সংগঠনের মাস্ক বিতরণ

বিশ্বেজুড়ে করোনা ভাইরাস এখন এক আতঙ্কের নাম। সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও পড়েছে কোরোনার ভয়াল থাবা। করোনা আতঙ্ক থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষের সংস্পর্শেই সংক্রমিত হচ্ছে এই ভাইরাসটি। তাই সংক্রমণ ঠেকাতে প্রতিরোধ গড়ে তোলা খুবই জরুরি।

করোনা ভাইরাস থেকে মানুষকে সুরক্ষিত রাখতে মাস্ক ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে লক্ষ্যে ইয়ুথ অ্যাসেম্বলির উদ্যোগে ও ওয়েব ফাউন্ডেশন এর সহযোগিতায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রেস ক্লাবের সামনে ইয়ুথ অ্যাসেম্বলির আহবায়ক তানভীর শাহরিয়ার এর নেতৃত্বে বিভিন্ন শ্রেণিপেশার পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণকালে ওয়েব ফাউন্ডেশন এর জেলা সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, এরিয়া সমন্বয়কারী আমিরুল ইসলাম, ম্যানাজার মোঃ খোকন, তারিক কাজী, সাব্বির হোসেন জিয়া ও ইয়ুথ অ্যাসেম্বলির শ্রাবনী, নাসরিন, শরিফুল, নুসরাত, উজ্জল এবং দৃষ্টি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় পথচারীদের মাঝে প্রায় দুইশত মাস্ক বিতরণ করা হয়।