মেহেরপুর উপজেলা ভাইসচেয়ারম্যান ও গাংনী পৌরসভার কাউন্সিলর উপনির্বাচন ভোটগ্রহণ শুরু

মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের উপনির্বাচনের ভোট প্রদান শুরু হয়েছে।

বুধবার (২৭ জুলাই) সকাল ৮ টা থেকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান পদের উপনির্বাচনে ৮৮ টি ও গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের উপনির্বাচনে ১ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে এই ভোট গ্রহণ শুরু হয়।

নির্বাচনের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটগ্রহণ চলছে। প্রতিটি বুথে ওয়েবক্যাম স্থাপন করা হয়েছে।

উপনির্বাচন উপলক্ষে মেহেরপুর শহরজুড়ে নির্বাচনে ভোটারদের উৎসবের আমেজে ভোট কেন্দ্রে আসার আহবান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু আনছার।‘

মোহাম্মদ আবু আনছার বলেন, ‘মোট ৮৮টি ভোট কেন্দ্রে এ নির্বাচনে ৫২২টি ভোটকক্ষের মাধ্যমে ২ লাখ ৯ হাজার ৪৮৩ জন ভোটার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫ হাজার ১৪৭ জন ও নারী ভোটার ১ লাখ ৪ হাজার ৩৩৬ জন।

এছাড়া গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের উপনির্বচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এরা হলেন শ্রমীকলীগ নেতা মুতালেব হোসেন (পাঞ্জাবী প্রতীক), সাবেক কাউন্সিলর বদরুল আলম বদু (টেবিল ল্যাম্প প্রতীক), সানোয়ার হোসেন (পানির বোতল প্রতীক) ও শফিউল ইসলাম (উটপাখি প্রতীক)।

গাংনী পৌরসভার উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৪৬৪ জন এদের মধ্যে পুরুষ ভোটার ১১৬২জন এবং নারী ভোটার সংখ্যা ১২৮২জন।