মেহেরপুর ও চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

মেহেরপুর শহরের বড়বাজারে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করেছে জেলা বিএনপি।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বলেন, লুটেরা, কালো টাকার মালিক, জুয়াড়িদের হাতে রাষ্ট্র শাসন থাকলে জনগণের অধিকার পূরন হবে না। তিনি অবিলম্বে পেঁয়াজ, চালসহ দ্রব্যমুল্যের দাম কমানোর দাবী জানান।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, ইদ্রিস আলী, আবু সুফিয়ান হাবু, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক। সমাবেশে জেলা বিএনপির উপদেষ্টা ইদ্রিস আলী, তোজাম্মেল আযম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা সামসুল আলমসহ শতশত নেতাকর্মী অংশ নেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহŸায়ক কমিটির অন্যতম সদস্য মো. শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় সোমবার সকাল সাড়ে ১০টায় সরকারি কলেজ সড়কের অ্যাসোসিয়েশন হলের পাশে এই সমাবেশ করা হয়।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি।

জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, সদর থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দীন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহŸায়ক কামরুজ্জামান বাবলু, জেলা যুবদলের সাবেক আহŸায়ক খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তরিকুল আলম বিলু, কুদ্দুস মহলদার, মিজানুর রহমান মিজান, হাফিজুর রহমান মুক্ত, শামসুল হক ঝন্টু, মাবুদ সরকার, যুবদল নেতা আরিফুল ইসলাম, আজিজুল, শাহা আলম, শাহাবুদ্দীন, সানোয়ার মেম্বার, মহাসিন আলী, রুবেল হাসান, হ্যাপি হোসেন, শাহা জামাল, আবুল কালাম, রনি হাসান, আরিফুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, যুগ্ন সম্পাদক আরিফ আহমেদ শিপলব, সোহেল সিদ্দিকী সোহেল, সাইমুজ্জামান মিশা, মোহাম্মদ রাজা, জিতু, কনক, বকুল হোসেন, মাহবুব, সোহাগ, আরাফাত, সাইমুম, আরিফুল।

বক্তারা পেঁয়াজ ও চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান এবং অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি করেন।

-প্রতিদিন ডেস্ক