মেহেরপুর কাঁচা বাজারে সবজি সরবরাহ স্বাভাবিক থাকলেও হতাশ ব্যবসায়ীরা

প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে মেহেরপুর কাঁচা বাজার গুলোতো সবজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। কাঁচামাল সরবরাহ থাকলেও ন্যায্য মূল্য দামে বিক্রয় করতে পারছেনা ব্যবসায়ীরা।

সবজির দাম স্বাভাবিক থাকলেও পবিত্র মাহে রমজান কে উপেক্ষা করে বেড়েছে বেগুন ও রসুনের দাম।
রমজানের আগে বেগুনের দাম স্বাভাবিক থাকলেও এখন তা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে।

করোনা ভাইরাসের আতঙ্কে নগর বাসী বেশির ভাগ মানুষ চলে গেছে ঘর মুখো। ফলে ফাকা নগরীতে খুব বেশি প্রয়োজন না হলে ক্রেতারা বাজার মুখী না হওয়ায় বিক্রি কমে গেছে আশঙ্কাজনক হারে।

গতকাল সোমবার সকাল ১১.০০ টাই মোহেরপুরে হোটেল বাজার ঘুরে দেখা যাই হতাশ হয়ে বসে আছে ব্যবসায়ীরা।

কয়েকজন সবজি ব্যবসায়ী মোঃ আব্দুল রশিদ, বক্স শেখ এবং জিয়ারুল এর সাথে কথা বলে জানা যায়, সব সবজি আমরা চাহিদা অনুযায়ী পাচ্ছি কিন্তু আমারা যে দাম দিয়ে চাষিদের কাছ থেকে কিনে আনছি তার চাইতেও আমাদের কিছু সময় কম দাম দিয়ে বিক্রয় করতে হচ্ছে।

আবার কোনো কোনো দিন সবজি বিক্রয় না হলে তা নষ্ট হয়ে যাচ্ছে এতে করে আমরা খুব বড় ক্ষতির মুখে পড়ে যাচ্ছি।
তারা আরও বলে পাইকারি থেকে বিক্রয়ের জন্য খুব অল্প করে সবজি অনলেও তা ক্রেতার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে।

এই রকম অবস্থা চলতে থাকলে পরিবার পরিজন নিয়ে জীবন বাঁচানো মুশকিল হয়ে পড়বে।