মেহেরপুর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন যারা

মেহেরপুর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন যারা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাকে এগিয়ে নিতে অবদান রাখা, শিক্ষার্থী ঝোরে পড়া রোধকল্পে কাজ করা, সঠিকভাবে পাঠদান, সঠিক সময়ে বিদ্যালয়ে হাজির, বিদ্যালয় পরিচালনা করাসহ বিভিন্ন বিষয়ের গুরুত্ব দিয়ে মেহেরপুর জেলায় শ্রেষ্ঠদের নির্বাচিত ও তাদের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ ঘোষণা করা হয়েছে।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ জেলা পর্যায় শ্রেষ্ঠ সভাপতি (এস এম সি) নির্বাচিত হয়েছেন মেহেরপুর সদর উপজেলার হান্নানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (এস এম সি) সভাপতি সাংবাদিক আলামিন হোসেন।

এছাড়া মুজিবনগর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুর রহমান শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ), মেহেরপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা ইয়াসমীন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (নারী), সদর উপজেলার কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মিনারুল শ্রেষ্ঠ সহকারি শিক্ষক(পুরুষ), গাংনী উপজেলার দুর্লভপুর দক্ষিণ ভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা: ছাবিনা ইয়াসমীন শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (নারী) নির্বাচিত হয়েছেন।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যুৎসাহি সমাজকর্মী নির্বাচিত হয়েছেন গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার পাশা। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন মুজিবনগর উপজেলার আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ফারুক হোসেন। প্রাথমিক শিক্ষা প্রশাসনের শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারি কাম হিসাবরক্ষক লুৎফর রহমান।

শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন গাংনী উপজেলা সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো: আলাউদ্দীন এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা: আলাউদ্দীন। শ্রেষ্ট ইন্সট্রাক্টর (পিটিআই) নির্বাচিত হয়েছেন মেহেরপুর পিটিআই এর ইন্সট্রাক্টর (সাধারণ) মো: আবুল কালাম আজাদ, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক। ঝরে পড়ার হার উল্লেখযোগ্যহারে কমাতে সক্ষম হওয়ায় জেলায় শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শ্রেষ্ট শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠাণ বাছাই কমিটির সভাপতি (ডিডিএলজি) শামীম হোসেন ও সদস্য সচীব মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে এ ঘোষণা দেন।