মেহেরপুর জেনারেল হাসাপতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত বোর্ড গঠন

মেহেরপুর জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত বোর্ড গঠন করা হয়েছে।

তদন্ত বোর্ডে সভাপতি করা হয়েছে সিনিয়র কনসালটেন্ট ডা. আশীষ কুমার দেবনাথ, সদস্য জুনিয়ল কনসালটেন্ট তাপস কুমার সরকার, জুনিয়ল কনসালটেন্ট ডা. অঞ্জন কুমার দাস, সদস্য সচিব আবাসিক মেডিল অফিসার ডা. এসএম এহসানুল কবীর আল-আজীজ।

গত ৩-১১-২০১৯ তারিখে বোর্ডের কাছে তদন্তভার দিয়েছেন হাসপাতালের তত্বাবধায়ক তাহাজ্জেল হোসেন। এবং আগমী পাঁচ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ০২ নভেম্বর মেহেরপুর জেনারেল হাসপাতালে শহরের স্টেডিয়াম পাড়ার রফিকুল ইসলাম ঝন্টু নামের এক রোগীর মৃত্যু হয়। পরিবারের লোকজনের অভিযোগ ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তত্বাবধায়ক তাহাজ্জেল হোসেন।

নিজস্ব প্রতিনিধি