মেহেরপুর জেলা ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে সুচিকিৎসা ও সরকার পতনের আন্দোলন বেগবান করার লক্ষ্যে মেহেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল

শনিবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপি’র ঈদগাহ পাড়াস্থ কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহাবুব সানির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান ছাতু, ওমর ফারুক লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ফয়েজ মোহাম্মদ, সহ সাংগঠনিক সম্পাদক কাজি মিজান মেনন।

কর্মী সম্মেলনে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দেশপ্রেমিক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামা ছাড়া বিকল্প নেই। দেশে গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন বলতে কিছুই অবশিষ্ট নেই। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে তখনকার ছাত্র যুবক, তরুণরা ঐক্যবদ্ধভাবে দেশ স্বাধীন করেছিল, তেমনি আজকের তরুণ সমাজকেও বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে পরাজিত করে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

এখন সময় রাজপথে দুর্বার আন্দোলনের প্রস্তুতি নেওয়ার।  যে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। যে আন্দোলনে গণতন্ত্রের মা খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ পান। যে আন্দোলনের মাধ্যমে দেশে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে পারি। যে আন্দোলনের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি করতে পারি।

এসময় বিএনপি নেতা সিরাজ উদ্দিন, ইউনুস আলী, করিম উদ্দিন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শেখ হুজাইফা ডিক্লেয়ার, সদস্য মনিরুল ইসলাম মনি, খাইরুল ইসলাম, যুবদল নেতা ইসমাইল হোসেন, মুজিবনগর উপজেলা যুবদল নেতা এরশাদ আলী, ইদ্রিস আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মিন্টু, তরিকুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিন মুজিবনগর উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসিন, আমঝুপি ইউনিয়ন ছাত্রদলের নেতা আলিফ, বাগোয়ান ইউনিয়ন ছাত্রদল নেতা বাসিম, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা স্বপন হোসেন, জেলা নবীন দলের সাধারণ সম্পাদক আনোয়ার শেখ সহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।