মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের নির্বাচন ১৪ মার্চ

মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন আগামি ১৪ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে।

গতকাল শুক্রবার মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের ত্রি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবদুল্লাহ আল আমিন ধুমকেতু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞপনে বলা হয়েছে, গত ২৪ ফ্রেব্রুয়ারি মেহেরপুর জেলা জজ আদালতের আদেশের প্রেক্ষিতে ২৮ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তিতে ৮ মার্চ বাংলাদেশ সু্প্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন নিম্ম আদালতের স্থগিতাদেশ তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, নির্বাচন সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন থাকায় এবং উচ্চ আদালত স্থগিতাদেশ তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করায় আগামী ১৪ মার্চ সোমবার  সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের শুধুমাত্র সভাপতি পদে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের নির্বাচনের দিন ধার্য ছিল। সাধারণ সম্পাদকসহ অন্যান্য সকল পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। শুধুমাত্র সভাপতি পদে দুই জন প্রার্থী থাকায় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেন নিবার্চন কমিশন। সভাপতি পদে বর্তমান সভাপতি গোলাম রসুল ও এসকেন আলী প্রতিদ্বন্দীতা করেন। নির্বাচনের আগে ২৪ ফেব্রুয়ারি মেহেরপুর জেলা জজ আদালতে নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেন সভাপতি প্রার্থী এসকেন আলী। তাঁর আবেদনের প্রেক্ষিতে আদালত নির্বাচন স্থগিতের আদেশ দেন।