মেহেরপুর জেলা প্রশাসনের সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতি উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করার লক্ষ্যে মেহেরপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, মাশতুরা আমিনা, মিথিলা দাস, নাহিদ হোসেন সহ মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোযাম্মেল আজম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু , মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।