১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মেহেরপুর জেলা শাখার সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় মেহেরপুর সরকারি কলেজ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলন শেষে ভোটের মাধ্যমে জেলা কমিটি গঠণ করার কথা থাকলেও সবকটি পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়ে গেছেন। ফলে শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি রয়েছে।
সভাপতি পদে জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক পদে আখেরুজ্জামান, ওমর ফারুক লিটন ও রোমানা আহমেদ বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্র জানায়, সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। উদ্বোধন করবেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ বক্তা থাকবেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
এছাড়া অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন এবং জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান।
সম্মেলনের সভাপতিত্ব করবেন জেলা বিএনপি’র আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। আয়োজকরা জানিয়েছেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে যোগ দেবেন।