মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর ভোট গ্রহণ চলছে

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচন শুরু হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে ভোটদান পর্ব শুরু হয়েছে, চলবে বিরতিহীন ৪টা পর্যন্ত। ৩২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে ১০ টি পদের জন্য ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে সহ-সভাপতি পদে নুরুল আহমেদ ও ফৌজিয়া আফরোজ তুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমান ও নিশান সাবের, সহ-সম্পাদক পদে আলি রেজা বিছু, মহিত আলি, আব্দুল্লাহ আল মামুন রাসেল এবং নির্বাহী সদস্য পদে আবুল হাসনাত দিপু, মৌসুমী ঢালী, জাহিদ হাসান রাজিব, সুলতানা রাজিয়া টনি, মিনারুল ইসলাম এবং রিন্টু রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম সেখানে উপস্থিত থেকে নির্বাচনের সার্বিক বিষয়টি নজরদারি করছেন।

নির্বাচন পরিচালনাকারী দায়িত্বে নিয়োজিত নির্বাচন কমিশনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত, উপজেলা নির্বাচন অফিসার কবির উদ্দিন।