মেহেরপুর পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে পৌরসভা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গবার দুপুরের দিকে মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, জাফর ইকবাল, নুরুল আশরাফ রাজিব, সোহেল রানা ডলার, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সহকারী প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ।
মেহেরপুর পৌরসভার করোনা ভাইরাস প্রতিরোধে পৌরসভা কমিটির আলোচনা সভা
