
মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির বলেন, ছাগল উৎপাদনে বাংলাদেশ চতুর্থ এবং আমরা মাংস আমদানি করি না। মাংস, দুধ, ডিম এসব প্রাণীর যে সম্পদ, এসবই আমাদের অর্জনকে খুবই উল্লেখযোগ্য করে তুলেছে। আমাদের উদ্যোক্তারা যারা রয়েছেন, এই অর্জনের পেছনে তাদের ভূমিকাই সবচেয়ে বড়।
মেহেরপুর জেলা যে আয়তনের, সেখানে গরুর সংখ্যা প্রায় পৌনে চার লক্ষ এবং ছাগলের সংখ্যা প্রায় পৌনে সাত লক্ষ। আমরা যদি দুটি প্রধান পশু গরু ও ছাগল দেখি, তবে দেখা যায় মেহেরপুরের জনসংখ্যার অর্ধেকের বেশি সংখ্যক গরু এবং প্রায় জনসংখ্যার সমান ছাগল রয়েছে। অর্থাৎ, এই জেলায় প্রায় প্রতিটি বাড়িতেই গরু বা ছাগল পালন করা হয়ে থাকে।
আজ বুধবার সকালে জেলা প্রাণিসম্পদ বিভাগ চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এই জেলা প্রাণিসম্পদ উৎপাদনে উদ্বৃত্ত একটি জেলা। এই যে কৃতিত্ব এটি আমাদের খামারিদের পরিশ্রম, চেষ্টা, সাধনা এবং ধৈর্যেরই বহিঃপ্রকাশ। এই অর্জন তাদেরই। এজন্য আমি তাদের অভিনন্দন জানাচ্ছি।
আমরা যে প্রাণিসম্পদ উৎপাদন করি হাঁস, মুরগি, গরু, ছাগল এসবের প্রয়োজন কারণ প্রাণিজ আমিষ খুবই জরুরি। একটি উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে চাইলে আমাদের মেধাবী ও দক্ষ জনশক্তি প্রয়োজন করে যারা পরিশ্রম করবে, কাজ করবে, মেধাশক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নেবে। আর এইজন্য প্রাণিজ আমিষ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদ হবে উন্নতি" প্রতিপাদ্যে এবং "আমিষেই শক্তি, আমিষেই মুক্তি" স্লোগানে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রাণিসম্পদ খাতকে আরও গতিশীল করতে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর ও মানসম্মত জাত সম্প্রসারণই আমাদের প্রধান লক্ষ্য।
এছাড়াও এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মোঃ খাইরুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হাসান শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি
জেলা প্রাণিসম্পদ বিভাগ চত্বর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন খামারি ও প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতরসহ বিভিন্ন জাতের প্রাণী প্রদর্শন করা হয়।
প্রাণিসম্পদ বিভাগ, মেহেরপুর এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে দিনব্যাপী প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগিসহ বিভিন্ন উন্নত জাতের দেশীয় প্রাণিসম্পদের প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি পশুপালন, রোগ প্রতিরোধ, পুষ্টি ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত স্টলও দর্শনার্থীদের আকর্ষণ করছে।
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আগামী এক সপ্তাহ ধরে আলোচনা সভা, প্রশিক্ষণ, প্রদর্শনী ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হবে।