
মেহেরপুর বড় বাজারে ট্রাকের ধাক্কায় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের সৌখিন গার্মেস্টসে ঢুকে পড়ে। এতে ট্রলি চালক গুরুতর আহত হন।
গতকাল বৃহস্পতিবার আনুমানিক দুপুর ৩ টাই এই সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাথুলী বাসস্ট্যান্ড অতিক্রম করে বাজারে আসে ট্রলিটি, একই দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক ট্রলিটিকে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রলিটি সোজা গিয়ে সৌখিন গার্মেস্টসে উঠে যায়।
ট্রলির একজন কর্মী বলেন, আমরা কাথুলী বাসস্ট্যান্ডের দিক থেকে আসছিলাম। ট্রাক হর্ন দেয়, আমরা সাইড দিই তারপরও ট্রাক আমাদের ট্রলি অতিক্রম করার সময় পেছন থেকে ধাক্কা দেয়। তারপর ট্রলি চালক নিয়ন্ত্রণ হারিয়ে গার্মেন্টসের ভেতরে ঢুকে যায়। আহত ট্রলি চালককে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সৌখিন গার্মেন্টসের মালিক বলেন, আমি দোকানের ভিতরে বসে আছি তারপর দেখি ট্রাকটি ট্রলিকে ধাক্কা দেয়, ট্রলিটি আমার দোকানের ভিতরে ঢুকে যাই আমি ভয়ে ভেতরের দিকে লাফ দিই। এতে আমার দোকানের অনেক ক্ষয়ক্ষতি হয়।
দুর্ঘটনার কারণে বড়বাজার এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।